বিরতির পর ইশতিয়াকের ‘আইলো রে’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৩ এএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

বেশ কয়েক বছরের বিরতির পর বাংলা নববর্ষ উপলক্ষে নতুন চমক নিয়ে এলেন সঙ্গীত শিল্পী ইশতিয়াক হোসেইন। পহেলা বৈশাখকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে তার জনপ্রিয় গান ‘আইলো রে’ এর মিউজিক ভিডিও। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই গানটির নতুন চিত্রায়ন ইতিমধ্যেই সাড়া ফেলেছে সঙ্গীত প্রেমীদের মাঝে।
ইশতিয়াকের গাওয়া এই গানের সুর করেছেন তিনি নিজেই। গানটির কথা লিখেছেন আসিফ ইফতেখার পিয়াস এবং সঙ্গীতায়োজন করেছেন মারুফ কামরুল হাসান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সাঈদ আল নোমান সিয়াম।
জনপ্রিয় চলচ্চিত্র ‘জাগো’র বেশ কয়েকটি গানে কন্ঠ দিয়ে, কথা লিখে এবং সুর করে জনপ্রিয়তা পেয়েছিলেন ইশতিয়াক। চলচ্চিত্রটির টাইটেল ট্র্যাক ‘জাগো বাংলাদেশ’র একটি রূপে তিন কন্ঠ দিয়েছিলেন এবং সুর করেছিলেন। এছাড়াও অন্য দুটি জনপ্রিয় গান ‘কেন চলে গেলে দূরে’ এর সুরারোপ এবং ‘রুম ঝুম ঝুম বৃষ্টি’র কথা ও সুর করেছিলেন তিনি। এছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দুনিয়া’ এর জনপ্রিয় গান ‘কেন দু’চোখে শ্রাবণেরও ধারা’র স্রষ্টাও তিনি।
গানের ভিডিওটি দেখুন :
এসএ/