ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

তীব্র পেটে ব্যাথা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১১:৩৮ এএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

বিভিন্ন কারণে হঠাৎ করে তীব্র পেটে ব্যাথা দেখা দিতে পারে। সাধারণত পেটে ব্যাথা হলে আমরা তেমন গুরুত্ব দেয় না। তবে এধরনের পেটের ব্যথা অনেক সময় ঝুঁকিপূর্ণও হতে পারে। অনেক সময় জরায়ুর ভিতরে রক্তপাত হওয়ার কারণে এমন ব্যাথা দেখা দিতে পারে।

তীব্র পেটে ব্যাথার সার্বিক দিক নিয়ে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অবস্ এন্ড গাইনী বিভাগের মেডিকেল অফিসার ডা. নুসরাত আফরীন নীলা।

তীব্র পেটে ব্যাথা: অল্প সময়ের মধ্যে হঠাৎ করে তীব্র পেটে ব্যাথা হওয়াকে Acute Pelvic Pen বলে। বিভিন্ন কারণে এ রোগ দেখা দিতে পারে।

তীব্র পেটে ব্যথার কারণ সমূহ:
#Disturbed tubal pregnancy টিউবের মধ্যে গর্ভধারণ করলে।
#Ruptured chocolate cyst.cyst যদি ফেটে যায়।
#Pelvic inflammatory disease
# tumuur Pedicle rotation/ঘুরে যাওয়ার কারণে
# cyst এর ভিতরে রক্তপাত হলে
# জরায়ুর ভিতরে রক্ত বা পুজ জমাট থাকলে।
# Hysterosalpingography পরীক্ষা করার পরে।

এছাড়াও
#appendicitis
# প্রসাবের থলিতে প্রদাহ
# লাভী পেছিয়ে যাওয়া
# Pancreatitis
# reatus sheath এর নীচে রক্ত জমাট বাধলে
# vein এর মধ্যে চর্বি চমাট বাধলে।


টিআর/