ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

জঙ্গির সঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনী কাঠামো তৈরীর আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:২৫ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার

জঙ্গির সঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনী কাঠামো তৈরীর আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সভায় এ আহবান জানান তিনি। রাজনীতির মাঠ থেকে বিএনপি-জামাতকে বিদায় করতে না পারলে দেশে জঙ্গির শেকড় থেকে যাবে বলে জানান, জাসদ সভাপতি ইনু । জঙ্গির মদদদাতা হিসেবে বেগম জিয়ার বিচারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তথ্যমন্ত্রী। সভায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে চলমান রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়।