ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

নান কর্মসুচিতে ইটিভির জন্মদিন উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার

নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জেলায় একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয়েছে। কেক কেটে এসব অনুষ্ঠানে যোগ দেন শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বরিশালে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

নাটোরের দিঘাপতিয়া শিশু সদনের আশ্রিত এতিম শিশুরা এবারও একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন করেছে। সাংসদ শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত সাংসদ রতœা আহমেদ ও জেলা প্রশাসক শাহ রিয়াজ কেক কেটে উৎসবের সুচনা করলে উৎসবে মেতে ওঠে শিশুরা। পরে মৌসুমী ফল তরমুজ ও ফিরনী-পায়েসসহ খাবার পরিবেশন করা হয়।

নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

দিনাজপুরের হিলিতে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।

মুন্সিগঞ্জে একুশের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একুশের জন্মদিনে ঝালকাঠিতে পান্তা-ইলিশ, কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেক কাটা, আলোচনা সভাসহ ফেনীতে ছিল নানা আয়োজন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একুশে টিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে নেত্রকোণায় কেক কাটা, র‌্যালি ও সাং¯কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাইবান্ধায় কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

একুশের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেককাটা ছাড়াও ঠাকুরগাঁওয়ে ছিল মিষ্টি বিতরণ, পান্তাভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

একুশের জন্মদিনে কেক কাটাসহ নানা আয়োজন ছিল কুড়িগ্রামেও।

লালমনিরহাটে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে একুশের জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ চেয়ারম্যানসহ বিশিষ্টজনরা অংশ নেন।

উত্তরের জেলা পঞ্চগড়ে একুশের জন্মদিনে র‌্যালি, কেক কাটা ছাড়াও ছিল পান্তা ইলিশ ভোজন।