মেয়ে পথশিশুদের নিয়ে কাজ করছে প্রথম সূর্য ফাউন্ডেশন, লেখা-পড়ার পাশাপাশি করে দেয়া হচ্ছে মুরগী, পাখি আর কবুতরের খামার
প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০১৬ সোমবার
নেই বাবা, নেই বাবার পরিচয়ও। মা থেকেও নেই। তবুও চলছে লেখা-পড়া, খাওয়া-দাওয়া আর নিজেকে ভবিষ্যতের যোগ্য নাগরিক করে গড়ে তোলার চেষ্টা। অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে মেয়ে পথশিশুদের নিয়ে কাজ করছে প্রথম সূর্য ফাউন্ডেশন। সাবলম্বি হতে এই শিশুদের লেখা-পড়ার পাশাপাশি করে দেয়া হচ্ছে মুরগী, পাখি আর কবুতরের খামার।
দুরন্ত ছুটে চলা, হাস্যেজ্জল ফুটফুটে এই শিশুদের দেখে বুঝার উপায় নেই এদের কারোই বাবা নেই, আর মা থেকেও নেই।
পথ থেকে তুলে আনা এই মেয়ে শিশুরা যাতে আসামজিক পেশায় জড়িয়ে না যায়, আগামী দিন গুলো যাতে আলোর পথে থাকে, সেজন্য কাজ করছে প্রথম সূর্য ফাউন্ডেশন।
এসব শিশুদের নিয়ে আসা হয়েছে রাস্তা থেকে। নিজের পায়ে না দাড়ানো পর্যন্ত তাদের জন্য কাজ করবে সংগঠনটি।
এতগুলো শিশুর আর্থিক সচ্ছলতার জন্য তাদের হাতে তুলে দেয়া হয়েছে পাখি আর কবুতরের খামার।
অসহায় এই শিশুদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাজরিগার সোসাইাট অব বাংলাদেশ। পাখি দান করার পাশাপাশি মেয়ে শিশুদের দেয়া হয় পাখি পালনের প্রশিক্ষনও।
সমাজের স্বচ্ছল ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে ছিন্নমূল এই শিশুরাও হতে পারে দেশের সম্পদ, এমনটাই মনে করেন সংশ্লিস্টরা।