ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

পর্তুগালে বাস খাদে পড়ে ২৮ জার্মান পর্যটক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯ এএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

পর্তুগালে জার্মানির একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনই নারী। আহতদের উদ্ধার করে ঐদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় সংবাদসংস্থা লুসার বরাত দিয়ে বিবিসি এসব তথ্য নিশ্চিত করেছে। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই জার্মানির নাগরিক। এদিকে পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সোওসা ইতিমধ্যে মাদেইরা দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।


টিআর/