ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

এসিআই মটরস্ বাজারে আনলো ইয়ানমার কম্বাইন হারভেস্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

এসিআই মটরস্ বাজারে আনলো ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার অত্যাধুনিক মেশিন ‘ইয়ানমার’ কম্বাইন হারভেস্টার।

এই আধুনিক হারভেস্টার মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গতকাল বুধবার ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডুবায় এসিআই মটরস্ মাঠ প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানে এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের পরিচালক শেখ মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোশারফ হোসেইন, ইয়ানমার জাপান এর কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল অনুষদের ছাত্রছাত্রীরা এবং বেশকিছু আগ্রহী ক্রেতাসহ এসিআই মটরস এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একে//