ঢাকা, বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫,   ভাদ্র ১৩ ১৪৩২

পর্তুগালে বাস খাদে পড়ে নিহত ২৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

পর্তুগালে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৮ জনই নারী। নিহতরা সবাই জার্মানির নাগরিক। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৬ জন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পর্তুগালের সংবাদ সংস্থা লুসার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাসেরর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে কয়েকবার পাক খেয়ে একটি বাড়ির ছাদের কিনারে গিয়ে আছড়ে পড়ে।

ঘটনাস্থলেই ২৮ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর এক নারী মারা যান। ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসটিতে মোট ৫৫ যাত্রী ছিলেন। এ ঘটনায় পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে শোক বার্তা পাঠিয়েছেন।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/