ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

আইটি পণ্য রপ্তানীর সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন বানিজ্য মন্ত্রী

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:৫৫ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার

বাংলাদেশ থেকে আইটি পণ্য রপ্তানীর জন্য যে সমস্যা আছে, সে গুলো চিহিৃত করে সমাধান করা হবে বলে জানিয়েছেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিনদিন ব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আয়োজিত ডিজিটাল ওয়াল্ড এর সমাপনী দিনে তিনি আরো বলেন, অন্যান্য খাতের মত আইটি খাতেও নগদ সহায়তা দেয়া হবে। আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের যথাযথ সহায়তা পেলে ২০২১ সালের মধ্যে  আইটি খাত থেকে ১০ বিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানী করা সম্ভব।