ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

সুবীর নন্দীর কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার | আপডেট: ০৯:৩৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

 বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার মতো অবস্থা আছে কিনা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে মেডিকেলের সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য ডা. সামন্ত লালকে নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার রাত ৮টার কিছু সময় আগে কর্তব্যরত চিকিৎসকের নিকট সুবীর নন্দীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় ডা. সামন্ত লালকে নির্দেশনা দেন তিনি।

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। তার হার্টেও সমস্যা রয়েছে। সিএমএইচের চিকিৎসক ব্রিগেডিয়ার তৌফিকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। পহেলা বৈশাখের রাতে (১৪ এপ্রিল) সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একুশে পদকে ভূষিত সংগীতশিল্পী সুবীর নন্দী।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাতেই তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়।

 

এসএইচ/