যশোর জেলায় মাছ চাষে অবদান রেখে চলছেন গৌর হালদার
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৫৫ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার
দীর্ঘ ৪৪ বছর ধরে যশোর জেলায় মাছ চাষে অবদান রেখে চলছেন গৌর হালদার। সফল মৎস্যচাষী হিসেবে পেয়েছেন রাষ্ট্রীয় পদক। মৎস্যজীবীদের নিয়ে গড়েছেন সমবায় সমিতি।
যশোরের চৌগাছার স্বরূপদহ ইউনিয়নের তিনটি গ্রাম। খরিঞ্চা, মাধবপুর ও দেবালয়ের ভিতর দিয়ে প্রবাহিত খরিঞ্চা বাওড়।
২৩৩ একর ৭৪ শতকের এ বাওড় পরিচালনা করা হয় খরিঞ্চা মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে। ১৩২জন এ সমিতির সদস্য। ১৯৭২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাওড়টির সভাপতি দায়িত্ব পালন করেছেন মৎস্যচাষী গৌর হালদার। মাছ চাষ এবং উৎপাদনের সঙ্গে সারা জীবন কাটিয়েছেন এই মানুষটি। খরিঞ্চা বাওড়ে প্রতি বছর ২ থেকে ৩ বার মাছ ছাড়া ও ধরা হয়। মাছ বিক্রি থেকে সদস্যরা আয় করেন প্রায় ২কোটি টাকা।
মাছ চাষে গৌর হালদারের সুনাম চারিদিকে। ২০১২ সালে রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছেন তিনি।
তবে নিষ্কণ্টক যায়নি তার এ পথ চলা। ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত ৬ বছর প্রভাবশালী মহল তাদের বাওড় দখলে নিয়ে নিয়েছিল। পরতর্বীতে বাওড় ফেরত পেয়ে আবারও এগিয়ে চলে সমবায় সমিতির মাছ চাষ কার্যক্রম।
জীবন সায়াহ্নে এসেও অশীতিপর মৎস্যজীবী গৌর হালদার এখনও ভাবেন মাছ চাষ, সমিতি ও সহকর্মীদের নিয়ে।