ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

পানি নেই দিনাজপুরের ১৯টি নদীতে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার

পানি নেই দিনাজপুরের ছোটবড় ১৯টি নদীতে। উজানে ভারতে একতরফা নিয়ন্ত্রণের কারণে এসব নদীজুড়ে ধু-ধু বালুচর। পানিপ্রবাহ  না থাকায় এ অঞ্চলের কৃষি উৎপাদন পড়েছে ঝুঁকিতে। পানি উন্নয়ণ বোর্ড অবশ্য বলছেন, নদীগুলো নব্যতা রক্ষায় প্রকল্প নেয়া হচ্ছে।

দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা, আত্রাই, ছোট যমুনা, গর্ভেশ্বরী, ইছামতিসহ অন্যান্য নদীর উৎস ভারতে। সীমান্তের উপারে, পানি আটকে রাখায় এপারে মরুভূমিতে পরিণত হয়েছে নদীগর্ভ।

নদীতে পানি না থাকায়, এ অঞ্চলের সেচ ব্যবস্থাও দুরহ হয়ে পড়ছে।

স্থানীয়রা বলছেন, নদীগুলোতে পানি থাকে কেবল বর্ষা মৌসুমে। বাদবাকি মৌসুমে পানি প্রবাহ ধরে রাখতে নদী খনন জরুরী।

কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার ৪টি প্রধান নদীর নব্যতা রক্ষায় একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ অঞ্চলের পরিবেশ-প্রতিবেশ এবং কৃষি রক্ষায়, নদীগুলো খননে দ্রুত উদ্যোগ দেখতে চায় দিনাজপুরবাসী।