ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

জমে উঠেছে বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৬

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৪ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:২৮ পিএম, ৪ মার্চ ২০১৬ শুক্রবার

তরুণ প্রযুক্তিপ্রেমীদের ভিড় লেগেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৬। আয়োজকরা বলছেন, নিজেদের উদ্ভাবিত পণ্যের সাথে মানুষের যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই এই মেলার উদ্যোগ নেয়া হয়েছে। পছন্দের সবকিছু একই ছাদের নিচে পেয়ে খুশি দর্শনার্থীরাও। ictটানা দ্বিতীয়বারের মতো বসেছে মেলা। এবারও এই প্রযুক্তি মেলায় ঠাঁই পেয়েছে দেশী বিদেশী নানা ধরনের প্রযুক্তি পণ্য। মোবাইল, ল্যাপটপ থেকে শুরু করে ইন্টারনেট সেবা সংক্রান্ত সব প্রযুক্তির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সাথে আছে মেলা উপলক্ষে বিশেষ ছাড়। তবে তরুণ ক্রেতাদের আগ্রহ নিত্য নতুন প্রযুক্তির দিকেই। মেলায় দর্শনার্থীদের ভিড় অনুপ্রাণিত করছে বিক্রেতাদেরও। তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার জানালেন, চাহিদা ও আগ্রহের কারনে দিন দিন বাড়ছে মেলার পরিধি। আগামী ৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা।