ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

নুসরাত হত্যায় অর্থ লেনদেনের প্রমাণ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার

নুসরাতকে পুড়িয়ে মারার নেপথ্যের ষড়যন্ত্র ধামাচাপা দিতে, অনেকের অর্থ লেনদেনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। রাজধানীতে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তুলে ধরা হয় তদন্তের তথ্য। এদিকে, নুসরাত হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে ফেনীতে আজও বিক্ষোভ হয়েছে।

মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ড তদন্তের অগ্রগতি জানাতে ব্রিফিং করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। এসপি মোল্লা নজরুল ইসলাম জানান, নুসরাতকে আগুন পুড়িয়ে হত্যার পরিকল্পনাকারি এবং নেপথ্যের ব্যক্তিদের আড়াল করতে মোটা টাকার লেনদেন হয়। অর্থ লেনদের সঙ্গে অনেকেরই সম্পৃক্ততার তথ্য তারা পেয়েছেন।

এসব তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে, আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান এই সিআইডি কর্মকর্তা।

এদিকে, ফেনীতে শনিবারও বিক্ষোভ-মানববন্ধন হয়েছে।

নুসরাতের হত্যাকারিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানায় বিভিন্ন শিক্ষার্থী-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।