শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতা
প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৪৭ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার
শুরু হয়েছে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। সেসময় জেলা প্রশাসক সামসুল আরেফিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১২তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্ণামেন্ট। টুর্ণামেন্টে মোট চারটি দল অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।