শুরু হয়েছে বাজার মনিটরিং কার্যক্রম
প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৪৭ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার
নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে শুরু হয়েছে বাজার মনিটরিং কার্যক্রম।
জেলা প্রশাসনের তত্বাবধানে নগরীর বিভিন্ন কাঁচাবাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি এবং শারমিন আক্তারের নেতৃত্বে দুটি টিম অভিযান চালায়। প্রথম দিন বিভিন্ন বাজার ঘুরে জেলা প্রশাসনের মনিটরিং টিম পণ্যের মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেন। যেসব দোকানে মূল্য তালিকা টানানো হবে না এবং অতিরিক্ত দাম নেয়া হবে তাদের বিরুদ্ধে জেল-জরিমানা করা হবে বলে সর্তক করে দেয়া হয়।