ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

ময়মনসিংহ মা ও শিশু কেন্দ্রে মেলে না সেবা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২ এএম, ২১ এপ্রিল ২০১৯ রবিবার

ময়মনসিংহ সদরের একমাত্র মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসকসহ কর্মচারীরা সময়মতো কর্মস্থলে আসেন না। বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা থাকলেও চাহিদার ওষুধ মিলছে না এই কেন্দ্রে। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নবজাতক শিশু ও প্রসূতি মায়েরা।

সকাল ৮টা থেকে রোগী দেখার কথা থাকলেও বেলা ১০টায়ও দেখা মেলে না ময়মনসিংহ সদরের মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসক ও কর্মচারীদের। কেন্দ্রের ইনচার্জ ডা. রোকসানা করিমের চেয়ার-টেবিলও ফাঁকা। সকাল থেকে সেবা নিতে আসা রোগীদের এই অপেক্ষা।

অফিস সময়ে বাইরের প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগও রয়েছে চিকিৎসকদের বিরুদ্ধে। এছাড়া এই কেন্দ্রে চাহিদামতো ওষুধ পাওয়া যায় না বলেও জানান রোগী ও স্বজনদের।

একুশে টেলিভিশনের প্রতিনিধি আসার খবর জানতে পেরে ডা. রোকসানা করিম ২ ঘণ্টা পর ছুটে আসেন কেন্দ্রে। অকপটে স্বীকারও করলেন সময় মতো না আসার কথা।

এদিকে, যারা সময়মতো কেন্দ্রে আসছেন না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান এই কর্মকর্তা।

মা ও শিশুর সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ দেখতে চান এলাকাবাসী।