ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আজ

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২২ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ১২:২৩ পিএম, ২২ অক্টোবর ২০১৬ শনিবার

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আজ। সকাল ১০টায় শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম। এ’ উপলক্ষে সম্পন্ন হয়েছে শেষ মুহুর্তের প্রস্তুতি। দেশের অন্যতম প্রাচীন এই দলের দুই দিনের সম্মেলন সফল করতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় প্রতীক নৌকার আঙ্গিকে তৈরি করা হয়েছে মঞ্চ। দিনভর নেতা কর্মীদের মিলনমেলায় পরিনত হবে গোটা ময়দান। বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়াও, আলোকসজ্জা করা হয়েছে রাজধানী জুড়ে। সড়কদ্বীপসহ বিভিন্ন মোড়ে নানা ধরনের আলোর ঝলকানি মুগ্ধ করছে সবাইকে। প্রতিটি সড়কেই আওয়ামী লীগের নানা উন্নয়নমূলক শ্লোগান লেখা প্লাকার্ড দৃষ্টি কাড়ছে সবার। এদিকে, নাশকতা এড়াতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাসহ রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।