ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

সাধারণত পেটে ব্যথার কারণ গ্যাস্ট্রিকের সমস্যা

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)

প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

পেটে ব্যথা স্বাভাবিক সমস্যা। অনেকেই এতে আক্রান্ত হয়। পেটে ব্যথা হলে ভয় পাওয়ার কিছু নেই। ব্যথার ধরন অনুযায়ী এবং পেটের কোন জায়গায় ব্যথা রয়েছে, সে সবের ওপর ভিত্তি করে চিকিৎসা করা হয়। সাধারণত পেটে ব্যথার কারণ অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা।

এছাড়া কারও পিত্তথলি, কিডনিতে পাথর হলে অথবা অ্যাপেনডিসাইটিসের ব্যথা হলেও পেট ব্যথা হতে পারে। মূত্রনালি অথবা মূত্রাশয়ে সংক্রমণ হলেও পেটে ব্যথা হতে পারে। পেটের ওপরের দিকে ব্যথা হলে বুঝতে হবে এসিডিটি সমস্যার কারণে হয়েছে। পিত্তথলির ব্যথা হয় পেটের ওপরের ডান পাশের পাঁজরের নিচে। অ্যাপেনডিসাইটিসের ব্যথা হয় পেটের ডান দিকে এবং মূত্রাশয়ের ব্যথা হয় পেটের নিচের দিকে।

এসিডিটির সমস্যা হলে তা খুব সাধারণ। এ সমস্যায় গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে ব্যথা কমে যাবে। এছাড়া ব্যথার সঙ্গে বমি, পেটের ব্যথা তীব্র হলে এবং তা শরীরের কোন জায়গায় হচ্ছে-এ সব শনাক্ত করে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন অথবা পরবর্তী চিকিৎসার বিষয়ে অগ্রসর হোন, ভালো থাকুন।

লেখক: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।