ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

ইরাকে ২৮৪ জনকে আইএস হত্যা করেছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা

প্রকাশিত : ১২:২০ পিএম, ২২ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ১২:২০ পিএম, ২২ অক্টোবর ২০১৬ শনিবার

mosulইরাকের মসুলে কমপক্ষে ২৮৪ বেসামরিক মানুষকে আইএস হত্যা করেছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। গোয়েন্দারা বলছেন, বৃহস্পতি ও শুক্রবার তাদের মানবঢাল হিসেবে ব্যবহারের পর গুলি করে হত্যা করা হয়। মসুলের উত্তরে স্থানীয় কৃষি কলেজের কাছে বুলডোজার দিয়ে মৃতদেহগুলো গুড়িয়ে দেয়া হয় বলে জানান তারা। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মসুল পুনরুদ্ধারে অভিযান শক্তিশালী করে সরকারি বাহিনী।