ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

সাধারণ মানুষের মধ্যেও প্রভাব পড়েছে আওয়ামী লীগের সম্মেলনের

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০২:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০১৬ শনিবার

আওয়ামী লীগের সম্মেলনের প্রভাব পড়েছে সাধারণ মানুষের মধ্যেও। দেশের অন্যতম প্রাচীন এই দলের নতুন নেতৃত্ব যেন উন্নয়নের ধারাকে এগিয়ে নেয়, সেই প্রত্যাশা তাদের। বড় পরিসরে আওয়ামী লীগের এই সম্মেলন নিয়ে সকাল থেকেই এমন উৎসবমুখর রাজধানী। তবে, নেতাকর্মীদের ছাপিয়ে সম্মেলনের উত্তাপ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও। কমিটির রদবদল যেন দেশের অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলে, সেই প্রত্যাশা তাদের। নতুন- পুরাতনের সমন্বয়ে কমিটি করার দাবিও জানালেন কেউ কেউ। এদিকে, সম্মেলনের প্রথমদিন রাজধানীতে ব্যক্তিগত ও গণপরিবহণের সংখ্যাও ছিল কম। নিরাপত্তা কর্মীরা বলছেন, আগে থেকেই যান নিয়ন্ত্রণের কথা জানিয়ে দেয়ায়, জনগণের ভোগান্তি কম হয়েছে। সম্মেলন উপলক্ষে রাজধানীর যে ১৪টি পয়েন্টে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, তার রোডম্যাপ ব্যানার আকারে টাঙিয়ে দেয়া হয়েছে বিভিন্ন এলাকায়।