জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১১ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই উল্লেখ করে জুম্মার খুতবায় এর বিরুদ্ধে বয়ান দেয়ার পরামর্শও দেন তিনি। ভিডিও কনফারেন্সে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ঢাকা-রাজশাহী রুটে ৬টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও ছিলোনা কোনো বিরতিহীন ট্রেন। সময় বাচাতে এবং যোগাযোগ ব্যবস্থা সহজ আর আধুনিক করতে ১৩৭৪ কোটি টাকা ব্যয়ে এ রুটে চালু হলো বিরতিহীন বনলতা এক্সপ্রেস।
ফলে, ২৭ এপ্রিল থেকে সপ্তাহে ৬ দিন মাত্র পৌনে ৫ ঘন্টায় গন্তব্যে পৌছাতে পারবেন যাত্রীরা। ইন্দোনেশিয়া থেকে আনা ১২টি অত্যাধুনিক বগিতে আসন সংখ্যা ৯২৭টি। রয়েছে বিমানের মতো বেশ কিছু সুযোগসুবিধা ও ওয়াইফাই ব্যবস্থা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাঁশি বাজিয়ে ট্রেনযাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূচনা বক্তব্যে, জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদে মদদ দিয়েছিলো।
অভিভাবকসহ প্রত্যেক সচেতন নাগরিককে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান প্রধানমন্ত্রী।
বিস্তারিতে দেখুন ভিডিওতে :
এসএ/