ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬ এএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:০৪ এএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সংবাদ সম্মেলনে আসছেন। বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সংবাদ সম্মেলনে ব্রুনাইয়ে সদ্যসমাপ্ত রাষ্ট্রীয় সফর বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী।

ব্রুনাই সফরের অভিজ্ঞতা তুলে ধরতে প্রধানমন্ত্রী আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করলেও সেখানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বরাবরের মতো সমসাময়িক রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ উঠে আসবে বলেও মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে গত রোববার তিন দিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দেশে ফেরেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ছয়টি সমঝোতা স্মারক সই এবং কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হয়েছে। সই হওয়া সমঝোতাগুলো হচ্ছে- কৃষি, মৎস্যসম্পদ, প্রাণিসম্পদ, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া খাতের সহযোগিতা বৃদ্ধি এবং এলএনজি ও এলপিজি সরবরাহ।

এসএ/