জঙ্গিবাদের বিপক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার | আপডেট: ০৫:২৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

জঙ্গিবাদের বিপক্ষে কার্যকর পদক্ষেপ ও সচতেনতা তৈরির জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকালে ব্রুনাই সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সূচনা বক্তব্যে, জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদে মদদ দিয়েছিলো। অভিভাবকসহ প্রত্যেক সচেতন নাগরিককে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জঙ্গিবাদে যারা জড়িত, তাদের কোন ধর্ম ও দেশ নেই, যথাযথ ব্যবস্থা নেওয়ার কারণেই জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারেনি।
উল্লেখ্য, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে গত রোববার তিন দিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দেশে ফেরেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ছয়টি সমঝোতা স্মারক সই এবং কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হয়েছে।
সই হওয়া সমঝোতাগুলো হচ্ছে- কৃষি, মৎস্যসম্পদ, প্রাণিসম্পদ, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া খাতের সহযোগিতা বৃদ্ধি এবং এলএনজি ও এলপিজি সরবরাহ।
টিআর/