ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

ন্যাশনাল ইনটিগ্রিটি স্ট্র্যাটেজি অ্যান্ড এ্যানুয়ালবিষয়ক কর্মশালা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টায় একডেমিক ভবনের ৫০১নং কক্ষে ‘ন্যাশনাল ইনটিগ্রিটি স্ট্র্যাটেজি অ্যান্ড এ্যানুয়াল পারফরমেন্স ম্যানেজমেন্ট: বিএসএমআরএসটিইউ পার্সপেকটিভ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ন্যাশনাল ইনটিগ্রিটি স্ট্র্যাটেজি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, মো. ওমর ফারুক।

কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ড.মো. ফখরুল ইসলাম, মো. ওমর ফারুক, সিনিয়র সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব আর এইচ এম আওয়াল কবির।

প্রধান অতিথি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগমনের জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মশালায় বিশ্বদ্যিালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সকল বিভাগের সভাপতি এবং দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন।

কেআই/