ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

মামলাজট নিয়ে প্রধান বিচারপতির উদ্বেগ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার

মামলাজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘সুপ্রিম কোর্টে বর্তমানে এত মামলা যে ফাইল রাখার মত পর্যন্ত জায়গা নেই। এক কথায় ক্রিটিক্যাল অবস্থা, এভাবে চলতে পারে না।’

 

আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে আজ রোববার একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতির এমন মন্তব্য আসে।

মামলাটির পক্ষে বিপক্ষে শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিফর্ম কমিটি ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন বাংলাদেশ (জিআইজেড) শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে ‘মামলাজট নিরসন ও বিচার প্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি, বিচার বিভাগের কাঠামোগত উন্নয়ন সংক্রান্ত’ বিষয়ে একটি নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মামলাজট নিয়ে বক্তব্য দেন।

জিআইজেডের ওই প্রতিবেদনে বিব্রত হয়েছেন মন্তব্য করে আজ রোববার তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের মামলার নিরীক্ষা প্রতিবেদন দেখে আমি প্রায় বিব্রত। এত মামলা, এভাবে চলতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সুপ্রিম কোর্টের সকল বিচারপতিকে নিয়ে বসব। সবাইকে বলব যে, এ অবস্থায় কী করবেন আপনারা দেখেন।’

এসএ/