ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩১

বেনাপোলে শিশুসহ ৯ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ নয় বাংলাদেশি নারী পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বেনাপোল সীমান্তের বারোপোতা বাজার থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন মহিলা ও দুই শিশু রয়েছে। এদের সকলের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার সরনপুর গ্রামে।

বিজিবি জানায়, আটককৃতরা দুই বছর পূর্বে সাতক্ষীরা সীমান্তের অবৈধ পথে দালালের মাধ্যমে ভারতের দিল্লী শহরে যায়। সেখানে রিক্সা চালানো ও বাসা বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। নির্বাচনকে সামনে রেখে ধরপাকড় শুরু হলে দালালদের মাধ্যমে তারা পুণরায় সীমান্তের অবৈধ পথে দিয়ে বাংলাদেশে প্রবেশের পর বারোপাতা বাজারে অবস্থান করছে এমন খবরে তাদের আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী দালালরা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মামুনুর রশিদ জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

কেআই/