ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৬ ১৪৩২

এবার মসজিদুল হারামে যারা তারাবি পড়াবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৭:৪১ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার

পবিত্র মসজিদুল হারামে যারা ইমামতি করেন সারা বিশ্বের মুসলমানদের কাছে তাদের প্রতি রয়েছে বিশেষ সম্মান। তাদের সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত শুনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন।

যেসব মুসলিম সরাসরি তাদের ইমামতিতে নামাজ আদায়ের সুযোগ লাভ করেন তারা ভাগ্যবান। পাশাপাশি লাইভ চ্যানেলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মুমিন-মুসলমানও প্রতিনিয়ত মুগ্ধ হন তাদের সুললিত কন্ঠে পবিত্র কুরআনের তেলাওয়াত শোনে।

মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ইমামদের আবেদন এতোই বেশি যে, অনেকে তাদের রেকর্ডকৃত তেলাওয়াত সারাবছর শোনে শোনে আলোড়িত হন। মুমিন-হৃদয়ে আলোড়ন সৃষ্টিকারী সেসব সম্মানিত ইমামদের পরিচয় জানার আগ্রহ কম-বেশি সবার থাকে।

এ বছরের মাহে রমজানে মক্কার পবিত্র হারাম শরিফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছয়জন ইমামকে প্রতিদিন তারাবি ও শেষ দশরাতে তাহাজ্জুদের নামাজে ইমামতি করার দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট রুটিন মাফিক তারা পালাক্রমে তাদের এ গুরু দায়িত্ব পালন করবেন।

যারা তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমামতি করবেন তারা হলেন- শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস, শায়খ ড. সাউদ আশ-শুরাইম, শায়খ ড. আবদুল্লাহ আল-জুহানি, শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি, শায়খ ড. বান্দার বালিলাহ, শায়খ ড. মাহের আল-মুয়াইকালি।

প্রসঙ্গত রমজানের প্রথম তারাবি শুরু হবে শায়খ সাউদ আশ-শুরাইমের সুমধুর ও হৃদয়ছোঁয়া তেলাওয়াতে। বিতিরের নামাজে প্রথম দুয়ায়ে কুনুত পড়বেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। পবিত্র লাইলাতুল কদর ও রমজানের ২৯ তম রাতে খতমে কোরআনের দোয়াও পরিচালনা করবেন শায়খ আবদুর রহমান সুদাইস।

এসি