পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সচেতনা সৃষ্টির লক্ষ্যে 'রাইন্যা টুগুন ইকো রিসোর্ট'
প্রকাশিত : ০১:০১ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:০১ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সচেতনা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে গড়ে তোলা হয়েছে রাইন্যা টুগুন ইকো রিসোর্ট। দ্’ুশর বেশি প্রজাতির গাছগাছালি রয়েছে রিসোর্টের ৪০ একর জায়গায়। যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
প্যাকেজ : একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে কাপ্তাই হ্রদের ধারে কামিলাছড়ি এলাকায় ২০০৯ সালে গড়ে তোলা হয় এই রাইন্যা টুগুন ইকো রিসোর্ট। রাইন্যা শব্দের অর্থ পুরাতন জুম ক্ষেত আর টুগুন-পাহাড়ের চুড়া। এই দুটি শব্দের সংমিশ্রণে রাইন্যা টুগুন।
জীববৈচিত্র্য রক্ষা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজ জ্ঞান, সংস্কৃতি ও স্বকীয়তা বজায় রাখতে এই ইকো রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এখানে বনজ, ওষধি গাছ ও দেশী-বিদেশী ফুলের গাছসহ দুইশ’র বেশি প্রজাতির গাছগাছালি রয়েছে। এরিমধ্যে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে রিসোর্টটি।
পরিবেশ ও সামাজিক আন্দোলনের অংশ হিসেবে রিসোর্টটি গড়ে তোলা হয়েছে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
সরকারী পৃষ্ঠাপোষকতা পেলে রাইন্যা টুগুন রিসোর্টটি পর্যটকদের অনত্যম আকর্ষণীয় স্থান হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।