ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

শনিবার ঢাকায় শুরু হচ্ছে সপ্তম যাকাত মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

‘মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল শনিবার সপ্তমবারের মত দিনব্যাপী যাকাত ফেয়ার ২০১৯ শুরু হচ্ছে।

শনিবার সকাল ১০টায় রাজধানীর ফার্মগেট-এ কৃষিবিদ ইন্সটিটিউশানে অনুষ্ঠিতব্য এ ফেয়ারের উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে (সিজেডএম)-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে সপ্তম এ যাকাত মেলা।

যাকাত ফেয়ার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। যাকাত ফেয়ার সবার জন্য উন্মুক্ত। এবারের যাকাত ফেয়ার চলাকালীন মোট চারটি অধিবেশন অনুষ্ঠিত হবে। নারীদের জন্য থাকবে পৃথক ও বিশেষ প্রশ্নোত্তর সেশন।

এবারের যাকাত ফেয়ারে স্পন্সর হিসেবে রয়েছে এক্সিম ব্যাংক, রহিমআফরোজ, কোহিনুর ক্যামিকেল, মিরপুর সিরামিক্স, লে মেরিডিয়ান, রহিম স্টিল, বেস্ট হোল্ডিংস লিমিটেডসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান। বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের স্টলসহ যাকাত ফেয়ারে যাকাত কনসালটেশন ডেস্ক, বিভিন্ন ইসলামিক বইয়ের স্টল থাকবে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য সচিব এ এম এম নাসির উদ্দিন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান এবং রহিমআফরোজ গ্রুপের ডিরেক্টর নিয়াজ রহিম।

একে//