নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের আহ্বান: রিজভী
প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:২৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের মত নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে জাতির জন্য আশার কোনো কথা বলেননি দলের সভাপতি ও শেখ হাসিনা। নব নির্বাচিত সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরও দলীয় নেত্রীর কথারই পুনরাবৃত্তি করছেন। গনতন্ত্র ফিরিয়ে না আনলে সব দলেরই ভবিষ্যতে ক্ষতি হবে বলেও মন্তব্য করেন রিজভী।