ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

১০টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৪০ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

আরো ১০টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। এতে ব্যয় হবে ৯ হাজার ৪শ’ ৪৩ কোটি ৬৪ লাখ টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একনেক সভায় এ’সব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এদিকে, গেল অর্থবছরে ৭ দশমিক এক এক শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৫-১৬ অর্থবছরের ১০ম একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ৯ হাজার ৪শ ৪৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এদিকে সচিবালয়ে ২০১৫-১৬ অর্থবছরে ৭.১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া দেশের উন্নয়ন খাতে বিশ্ব ব্যাংক থেকে প্রতিবছর ১.৮ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাবার সম্বাবনার কথাও জানান অর্থমন্ত্রী।