ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

পরিবেশ ঠিক রেখেই সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৩৪ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

পরিবেশ ঠিক রেখেই সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকার এমনটি জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসাইন মঞ্জু । কক্সবাজারের অনুষ্ঠিত ম্যানগ্রোভ ফর ফিউচারের রিজিউনাল স্টিয়ারিং কমিটির ১৩তম মিটিংএ একথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ থাকলেও দেশের উন্নয়নের স্বার্থে বিদ্যুৎ কেন্দ্র দরকার। একই সাথে তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে হলে প্রকৃতিকে বাঁচিয়ে রেখেই উন্নয়ন কর্মকান্ডে এগিয়ে যেতে হবে। আর এতে সরকারকে সহায়তা করা উচিত। এসময় মন্ত্রী দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপরও গুরুত্বারোপ করেন। ২০১৬ সালে এমএফএফ’র অর্জন, ২০১৭ সালের কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং দীর্ঘমেয়াদী টেকসই কৌশল নির্ধারণে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন।