কক্সবাজারের ১লাখ পিস ইয়াবার চালান জব্দ
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৩৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, ভোরে টেকনাফের নাজিরপাড়া এলাকায় ইয়াবা পাচারে খবরে অভিযান চালায় তারা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেলে পালিয়ে যায় পাচারকারিরা। পরে পলিথিম মোড়ানো ব্যাগ থেকে ১ লাখ ইয়াবা পাওয়া যায়। জব্দ কার এসব ইয়াবার আনুমানিক মুল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানায় বিজিবি।