খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান
প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
খাগড়াছড়ি শহরের একটি মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান।
রোববার মধ্যরাতে শহরের মহাজন পাড়া এলাকায় অবস্থিত ঐ মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে একটি টং রেস্টুরেন্টসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানের মালিকরা দাবী করছেন।