ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহ সিটিতে ভোট শেষে চলছে গণনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ৫ মে ২০১৯ রবিবার

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের ভোট গ্রহণ বিকাল ৪টাং শেষ হয়েছে। উৎসবমুখর পরিবেশে রোববার সকাল ৮টা থেকে শুরু হয় এ ভোট গ্রহণ।

ময়মনসিংহে প্রথমবারের মতো ৩৩টি ওয়ার্ডে ১২৭টি ভোট কেন্দ্রে ইভিএম প্রদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রের নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তারা ইভিএম মেশিন প্রিজাইডিং অফিসারের কক্ষে নিয়ে ফলাফল প্রিন্ট করে। পরে তার আলাদা শিটে তৈরি করেছে।

এসময় প্রার্থীদের নিয়োজিত এজেন্টরা উপস্থিত ছিল। ফলাফল জানার জন্য প্রতিটি কেন্দ্রের সামনে প্রার্থীদের কর্মী সমর্থকরা অবস্থান নিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, ভোট গ্রহণ শেষে এখন ফলাফল নির্ণয়ের কাজ করছেন কর্মকর্তারা। ইভিএমে ভোট গ্রহণের ফলে ফলাফল দ্রুত পাওয়া যাবে বলে তিনি জানান।

মেয়র পদে কোনও প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। এখন শুধুমাত্র কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে। নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

আরকে//