ওয়েষ্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারিয়েছে পাকিস্তান
প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৫১ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
আবুধাবিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েষ্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারিয়েছে পাকিস্তান। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল মিসবাহ বাহিনী।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ওয়েষ্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ৪৫৬ রান। তবে, পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩২২ রানে থেমে যায় ক্যারিয়বানদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন জার্মেইন ব্ল্যাকউড। এছাড়া ক্রেইগ বাফেটের ব্যাট থেকে আসে ৬৭ রান। পাকিস্তানের ইয়াসির শাহ নিয়েছেন ৬ উইকেট। প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৫২ রানের জবাবে ২২৪ রান তোলে ওয়েষ্ট ইন্ডিজ। আর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২২৭ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ম্যাচে