ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করে এক নম্বর ব্যাংক হওয়ার চেষ্টা করে যাচ্ছে

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

গ্রাহকদের আস্থা অর্জন করে এক নম্বর ব্যাংক হওয়ার চেষ্টা করে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা। আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক আলী। ব্যাংকের গ্রাহক, শেয়ার হোল্ডার সহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছে পরিচালনা পরিষদ। ১৫৫টি শাখায় অনলাইন, এসএমএস, এজেন্ট ও স্কুল ব্যাংকিং সহ নানা সুবিধা রয়েছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে।