ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

ফণীর ক্ষতি মোকাবেলায় ৩ বাহিনী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার

ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় প্রস্তুত ছিল তিন বাহিনী। একে অপরের সঙ্গে বিশেষ সমন্বয় করে মাঠেও ছিল সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে এখনো মাঠে কাজ করছেন তারা।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশের সশস্ত্রবাহিনী সব সময়ই মাঠে থেকেছে জীবনের ঝুঁকি নিয়ে। দুর্ঘটনা রোধে কাজ করেছে বিভিন্ন পেশার মানুষকে সঙ্গে নিয়ে ।

ঘূর্ণিঝড় ফণী বঙ্গোপসাগরে ঘণীভূত হতেই মাঠ পর্যায়ে কাজ শুরু করে সেনা, নৌ ও বিমান বাহিনী। সংশ্লিষ্টরা বলছেন, এবার সমন্বয় ছিল উল্লেখ করা মতো। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের পাশাপাশি, ব্যাপক ভিত্তিক অপারেশনের জন্য প্রস্তুত ছিল সশস্ত্র বাহিনী।

বাংলাদেশের  সশস্ত্র বাহিনী যেকোন দুর্যোগ মোকাবেলায় সদা প্রস্তুত। সদা জাগ্রত সেবা ও পুণর্বাসন তৎপরতায়, এমন কথাই জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভৌগোলিক কারণে বিভিন্ন সময়ে দুর্যোগে আক্রান্ত হয় বাংলাদেশ। ভবিষ্যতেও আঘাত হানবে, ঝড়-ঝঞ্ঝাসহ নানা দুর্যোগ। এসব মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে মত দেন তিন বাহিনীর প্রতিনিধি।