নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবে ২জনের মৃত্যু
প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৫১ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীবাহী নৌকাডুবে দুইজনের মৃত্যু হয়েছে।
হাতিয়ার সুখচর ইউনিয়নের বৌ বাজার সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রসুলপুর গ্রামের আকতার হোসেনের সাথে চর আমান উল্লাহ গ্রামের মেয়ে সীমা আকতারের বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে নতুন বর ইঞ্জিন চালিত নৌকায় শ^শুর বাড়িতে যাওয়ার সময় প্রচন্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। এসময় বরের ছোট ভাই ইয়াসিন আরাফাত বাদশা ও অপর দুই যাত্রী আরিফ উদ্দিন ও আলাউদ্দিন ডুবে যান। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক বাদশা ও আরিফকে মৃত ঘোষনা করেন।