ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কলেজে সন্ত্রাসী হামলায় নিহত ৬০, আহত শতাধিক

প্রকাশিত : ০৭:০২ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:০৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরে পুলিশ প্রশিক্ষণ কলেজে সন্ত্রাসী হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছেন উদ্ধারকর্মীরা। হামলার জন্য আফগানিস্তান থেকে আসা সন্ত্রাসীদের দায়ী করেছে পাকিস্তান। ৮ বছরের মাথায় আবারও আক্রান্ত হলো বেলুচিস্তানের সবচেয়ে বড় ট্রেইনিং কলেজ। সোমবার গভীর রাতে কলেজ হোস্টেলে ঢুকে হামলা চালায় সন্ত্রাসীরা। এদের কমপক্ষে দুজন আত্মঘাতি হামলাকারী।  এসময় পর পর তিনটি বিস্ফোরণ ঘটে। এর আগে ২০০৬ ও ২০০৮ সালেও সন্ত্রাসী হামলার শিকার হয় ট্রেইনিং কলেজটি। সেসময় কলেজ মাঠে রকেট নিক্ষেপ করে সন্ত্রাসীরা। হামলার সময় সদ‌্য পুলিশে যোগ দেয়া প্রায় ৭০০ জন ক‌্যাডেট পুলিশ একাডেমিতে ছিলেন । এ ঘটনায় নিহত হয়েছে প্রায় ৬০ জনের মত। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা উদ্ধারকর্মীদের।  ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সেনা প্রধান জেনারেল রাহেল শরীফ । রাজ্যে ঘোষনা করা হয়েছে তিন দিনের শোক। বেলুচিস্থানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, ‘হামলার খবর পওয়ার সাথে সাথে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে।  অভিযানে তিন জঙ্গি  ও অপর ১ জন নিহত হয়।’ ফ্রন্টিয়ার কর্পসের আইজি  মেজর জেনারেল শের আফগান বলেন, ‘হামলাকারীরা আফগানিস্তানে তাদের নির্দেশদাতাদের সঙ্গে কথা বলছিল। হামলাকারীরা জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভি-র  আল আলমি অংশের সঙ্গে সম্পৃক্ত। এদিকে মঙ্গলবার সকালে নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে ।