ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

আলেকজান্দ্রা সাশা কোহেনার জন্মদিন আজ

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৩:৫৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার

আলেকজান্দ্রা সাশা কোহেন যুক্তরাষ্ট্রের ফিগার স্কেটার। কোহেন তিনবারের বিশ্ব চ্যাািম্পয়ন ফিগার স্কেটার ও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী ক্রীড়াবিদ। ১৯৮৪ সালের আজকের দিনে জন্ম গ্রহণ করেন সাশা কোহেন। পুরো নাম আলেকজান্দ্রা পাউলিন সাশা কোহেন। তবে সবার কাছে সাশা কোহেন নামেই পরিচিত যুক্তরাষ্ট্রের এ ফিগার স্কেটার। স্কেটিংয়ের পাশাপাশি অভিনয়ও করেন কোহেন। ১৯৮৪ সালের ২৬শে অক্টোবর ক্যালির্ফোরনিয়ার লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউডে জন্মগ্রহণ করেন ৫ ফিট ২ ইঞ্চি লম্বা সাশা কোহেন। তার মা গালিনা ব্যালে ডান্সার ছিলেন। আর বাবা রজার কোহেন ছিলেন আইনজিবী। জিমনাস্টিক দিয়ে খেলা শুরু করেন। পরে দ্রুতই ফিগার স্কেটিংয়ে চলে যান এ তারকা স্কেটার। ভাল করার ছোট বেলাতেই নজর কারেন সবার। আর ২০০০ সালে ইউএস ওপেন জুনিয়রের ট্রফি জেতেন সাশা কোহেন। ২০০৬ সালে তুরিন অলিম্পিকের মহিলা একক ফিগার স্কেটিংয়ে রৌপ্য পদক জেতেন সাশা কোহেন। বিশ্ব চ্যাম্পিয়নশীপে ২০০৪ সালে ডর্টমুন্ডে রৌপ্য, ২০০৫ সালে মস্কোতে রৌপ্য এবং ২০০৬ সালে কালগারিতে ব্রোঞ্জ জেতেন তিনি। ২০০২-২০০৩ মৌসুমে গ্রান্ডপ্রিক্স ফাইানালে স্বর্ণ পদক জেতেন চোহেন। ২০০৩-২০০৪ মৌসুমেও তা অব্যাহত রাখেন। আর ইউএস চ্যাম্পিয়নশীপে ২০০৬ সালে স্বর্ণ, ২০০২, ২০০৪ ও ২০০৫ সালে রৌপ্য পদক জেতেন এ তারকা ফিগার স্কেটার। এ বছর ২০শে আগস্ট টম মে কে বিয়ে করেন সাশা কোহেন।