ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

হিলারির সিরিয়া পরিকল্পনা বাস্তবায়ন হলে তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হবে বলে মনে করছেন ট্রাম্প

প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৪:০১ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার

হিলারি ক্লিনটনের সিরিয়া পরিকল্পনা বাস্তবায়ন হলে তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হবে বলে মনে করছেন রিপাবলিকান দলের প্রাথী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মিয়ামিতে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে, হিলারির নো-ফ্লাই জোন প্রস্তাবের কারণে রাশিয়ার সঙ্গে সংঘাতের আশংকার কথা তুলে ধরেন ট্রাম্প। এদিকে রিপাবলিকান দলের শীর্ষ নেতা কলিন পাওয়েল, ট্রাম্পের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাটিক দলের হিলারি ক্লিনটনকে এভাবেই কড়া ভাষায় আক্রমন করলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আবারও তার পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেন । ফ্লোরিডায় সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সিরিয়া প্রশ্নে হিলারির দেয়া নো-ফ্লাই জোনের প্রস্তাব কার্যকর হলে পারমানবিক শক্তিধর রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবশ্যম্ভাবী। আর এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সঙ্গে আলোচনা করার মুখ হিলারির নেই বলেও দাবী করেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা বাদ দিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে আইএস নির্মূলে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এছাড়া ট্রাম্প নিজ দলের নেতাদেরও সমালোচনা করেন। দলীয় ঐক্য trumpনিয়েও প্রশ্ন তোলেন তিনি। ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ডেমোক্র্যাট শিবির। মার্কিন নাগরিকদের মধ্যে আতংক সৃষ্টি করতে ট্রাম্প এ ধরনের বক্তব্য দিচ্ছে বলে দাবি করছে তারা। অন্যদিকে ট্রাম্পের ওপর থেকে সমর্থন তুলে নেয়ার তালিকায় এবার যোগ হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রিপাবলিকান দলের শীর্ষ নেতা কলিন পাওয়েল। ডোনাল্ড ট্রাম্পকে অনভিজ্ঞ উল্লেখ করে এবারের নির্বাচনে হিলারি ক্লিনটনকেই ভোট দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।