উভয় স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৪:০৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার
সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। তবে লেনদেনে ছিল মিশ্র প্রবণতা।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২০৮টির, আর ৪৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৯১ কোটি ৪৪ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২৩ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৬৫৮ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬৬টির, আর ২৪টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।