ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

ধর্ষনের শিকার শিশুর সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৫:৩৩ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার

দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষন হওয়া পাঁচ বছরের শিশুটির শারিরীক অবস্থা খুবই নাজুক হওয়ায় সুচিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করার কথা জানিয়েছেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান। তাকে এখন রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। আসামীর যথপযুক্ত শাস্তি দাবী করেছে শিশুটির বাবা। ৪২ বছর বয়সী ধর্ষক সাইফুলকে আটক করেছে পুলিশ। এদিকে আইমন্ত্রী জানিয়েছেন জাড়িত সাইফুলের দ্রুতবিচার ট্রাইব্যুনালে সর্বচ্চ সাজা যেন শিগগিরি কার্যকর কারা যায় তার ব্যবস্থা নেয়া হবে। আবারও ধর্ষনের শিকার হলো এক শিশু। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সিঙ্গীমারী জমিরহাট গ্রামের পাঁচ বছর বয়সী ওই শিশুকে ধর্ষন করে সাইফুল নামে ৪২ বছর বয়সী চার সন্তানের জনক সাইফুল। গেল ১৮ই অক্টোবর বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সে। পরদিন ভোরে বাড়ীর পাশে হলুদ ক্ষেত থেকে ওই শিশুকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গেল মঙ্গলবার তাকে আনা হয় ঢাকা মেডিকেলে। তার সর্বচ্চ চিকিৎসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মেডিকেল কতৃপক্ষ। শিশুর বাবা বাদী হয়ে একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের ছেলের বিরুদ্ধে পার্বতীপুর থানায় ধর্ষন মামলা করলে সোমবার তাকে আটক করে পুলিশ। জড়িতের কঠো শাস্তির দাবী জানিয়েছে শিশুটির বাবা। দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামীর সর্বচ্চ সাজা যেন শিগগিরি কার্যকর কারা যায় তার ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। শাস্তি দ্রুত এবং দৃষ্টান্ত মুলোক করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।