ভোটের আগে রাত জেগে পাহারা দিন: মমতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১১ মে ২০১৯ শনিবার

ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতির মাঠ। প্রধানমন্ত্রী নরেদ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর মধ্যে চলছে ত্রিমুখী বাকযুদ্ধ।
সাম্প্রতিককালে ইতোপূর্বে ভারতে যত নির্বাচন হয়েছে, উত্তাপ কোনটাতে কম ছিল না। কিন্তু, এবারের জাতীয় নির্বাচনে যেন উত্তাপটা একটু বেশিই।
বৃহস্পতিবার রাহুলের মনোনয়ন বাতিল চেয়ে এক বিজেপি নেতার করা রিট খারিজ করে দেন সে দেশের আদালত। ফলে, রাহুলের নির্বাচন নিয়ে সংশয় দূর হয়। ওই রাতেই অবৈধ টাকা রাখার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। সব মিলে মোটামুটি বেকায়দায় প্রধানমন্ত্রী নরেদ্র মোদী ও তার দল বিজেপি।
এবার মোদীর বিরুদ্ধে বিপুল সংখ্যক টাকা খরচ করে পশ্চিমবঙ্গে ভোট কেনার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকায় এমন খবরই পাওয়া গেছে।
শুক্রবার এক সমাবেশে মমতা বলেন, তারা বাক্স বাক্স টাকা বাংলায় ঢোকাচ্ছে। এ ব্যাপারে যা ব্যবস্থা নেয়ার তারা নিচ্ছে না। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটের আগের রাতে রাত জেগে পাহারা দিতে হবে।
প্রমাণ স্বরুপ বৃহস্পতিবার রাতে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে অবৈধ টাকা রাখার বিষয়টি সামনে নিয়ে আসেন তিনি।
শুক্রবার অশোকনগরে এক সভায় নাম প্রকাশ না করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘‘বৃহস্পতিবারও আপনারা দেখেছেন বিজেপির এক প্রার্থী কয়েক কোটি টাকা নিয়ে ধরা পড়েছে। ভোটের আগে সমাজের দুষ্কৃতিদের সেই টাকা দিয়ে বলা হচ্ছে, ভোট দখল করো। গরীব লোককে খাওয়াও। এটা নির্বাচন?’’
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির একাধিক রাজ্য নেতা জেট প্লাস, ওয়াই প্লাস নিরাপত্তা পান। এমন নিরাপত্তা পাওয়ার সুবাদে তারা অতিরিক্ত গাড়ি ব্যবহার করছেন বলে অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমকর্মীরা মোদীর গা ঘেঁষতে পারে না উল্লেখ্য করে তিনি বলেন, আমরা যখন কোথাও সভা করার জন্য হেলিকপ্টার থেকে নামি তখন সাংবাদিকরা আমাদের ছবি তুলতে পারেন। কোনও লুকোছাপার ব্যাপার থাকে না। কিন্তু মোদী যখন নামেন, সাংবাদিকদের তার ত্রি-সীমানাতেও ঢুকতে দেওয়া হয় না।
বাক্স দিয়ে বাংলায় ভোট হবে না মন্তব্য করে মমতা বলেন, যাদের এসব বিষয়ে নজর রাখা উচিত, তারা রাখছেন না।