ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

চির বিদায় নিলেন কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবলার কার্লোস আলবার্তো

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৪:১৮ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার

casrlosশোক, শ্রদ্ধা আর ভক্তদের ভালবাসায় চির বিদায় নিলেন কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবলার কার্লোস আলবার্তো। হাজারো ভক্ত সমর্থক ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্বকাপ জয়ী সাবেক এই গ্রেট ফুটবলারকে। ১৯৭০ সালে তাঁর অধিনেই বিশ্বকাপের শিরোপা জিতে সেলেকাওরা। রিওডি জেনিইরোতে মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর মৃত্যুতে ব্রাজিল ফুটবল ফেডারেশন ছাড়াও বিভিন্ন ক্লাব ও সাবেক ফুটবলাররা শোক জানিয়েছেন। তাঁর মৃত্যুতে ব্রাজিলের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ফুটবল থেকে অবসরের পর দীর্ঘদিন ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন আলবার্তো। গত মাসে তাঁর জমজ ভাই কার্লোস রবার্তো মারা যান।