শুরু হয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ
প্রকাশিত : ০৫:০৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৫:০৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার
চট্টগ্রামের বাঁশখালীর গ-ামারায় শুরু হয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ। সয়েল টেস্ট শেষ হওয়ার পর আগামী এক মাসের মধ্যেই পুরোদমে নির্মাণ কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তাবায়ন হলে আগামী ৫ বছরের মধ্যেই পুরো বাঁশাখালীর জীবনমান আমূল পাল্টে যাবে। দুপুরে যৌথবাহিনী প্রকল্পটির নিরাপত্তার দায়িত্ব নেয়ার পর এসব কথা বলেন কর্মকর্তারা।
বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে ‘সেপকো এইসটিজি’র সাথে যৌথভাবে বাঁশখালীর গ-ামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। প্রায় ৬০০ একর জমির উপর ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ১৩শ’২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুত কেন্দ্র। সম্প্রতি চীনের রাষ্ট্রপতি শিং জিন পিং বাংলাদেশ সফরকালে বেসরকারি পর্যায়ে সর্ববৃহৎ এ বিদ্যুত কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুরে প্রকল্প এলাকার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেয় যৌথ বাহিনী। পরে তারা গ-ামারার স্থানীয় অধিবাসীদের সাথে প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা, সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এসময় স্থানীয়দের বিদ্যুত কেন্দ্র নিয়ে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান কর্মকর্তারা। .
ভারত ও চীনের সহায়তায় প্রকল্প এলাকার সয়েল টেস্ট শেষ করার পর শিগগির বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে বলে জানান এস আলম গ্রুপের এই কর্মকর্তা।
প্রকল্পটি নির্মিত হলে অপার উন্নয়নের ছোঁয়ায় বাঁশখালীর জীবনমান অভুতপূর্বভাবে পাল্টে যাবে বলেও মন্তব্য করেন যৌথবাহিীর কর্মকর্তা।
এলাকায় শান্তি-শৃংখলা, নিরাপত্তা আর প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে শেষ করতে প্রয়োজনে কঠোর অবস্থান নেয়ার কথাও জানান যৌথবাহিনীর প্রধান কমোডর এম সোহাইল।