ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

শিক্ষা ও যোগ্যতা ছাড়া নেতৃত্বে জনগণের অপকার হয় বলেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:১০ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার

বিএনপির নেতৃত্বের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা ও যোগ্যতা ছাড়া যে নেতৃত্ব তাতে জনগণের উপকার নয় অপকার হয়। বৃহস্পতিবার বিকেলে গণভবনে ছাত্রলীগের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরো বলেন, মানুষ পুড়িয়ে মারার আন্দোলনের নেতৃত্বদানকারিরা যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে সক্রিয় থাকতে হবে, জনগণকে সচেতন করতে হবে। দেশে জঙ্গিবাদও যাতে আর বিস্তার লাভ না কওে সেজন্য ছাত্রলীগকেও সক্রিয় থাকার নির্দেশ আওয়ামী লীগ সভাপতি। যোগ্য নেতৃত্ব ও দক্ষ জাতি গড়ে তুলতে ছাত্রলীগকে লেখাপড়ার প্রতি মনোনিবেশ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।