পরীক্ষা নকলমুক্ত হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:১৭ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার
আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। ইতিপূর্বে বিভিন্ন সময় প্রশ্নপত্র ফাঁস হলেও ওই চক্রের সদস্যরা নজরদারিতে থাকায় এবার কোনো আশংকা নেই বলেও জানান তিনি। শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি।
আগামী পহেলা নভেম্বর শুরু হচ্ছে এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা। অন্যতম এই পাবলিক পরীক্ষা নিয়ে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। যথাসময়ে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তবে জড়িতরা এবার নজরদারিতে আছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফল বিপর্যয়ের বিষয়ে তিনি জানান, পাশ-ফেল বড় কথা নয়, আসন সংখ্যা কম থাকায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
শিক্ষার মানোন্নয়নে শ্রেণীকক্ষেই যথাযথ পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান মন্ত্রী।